আসছে আইটেলের প্রথম ফ্লিপ ফোন
স্মার্টফোন নির্মাতা আইটেল অবশেষে ফ্লিপ ফোনের বাজারে প্রবেশ করতে যাচ্ছে। শিগগিরই ফ্লিপ ওয়ান মডেলের ডিভাইসের মাধ্যমে এই বাজারে প্রবেশ করবে কোম্পানিটি। খবর গিজমোচায়ান।
খবরে বলা হয়, অন্যান্য কোম্পানি যেখানে ক্ল্যামশেল ডিজাইন ব্যবহার করে সেখানে আইটেল কিবোর্ডযুক্ত ট্র্র্যাডিশনাল ডিজাইন ব্যবহার করবে।
ডিভাইসিটির পেছনে থাকবে প্রিমিয়াম লেদার। ফলে গ্রাহকদের আকৃষ্ট করবে ফোনটি, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।
কিবোর্ডযুক্ত ফোন হলেও ডিভাইসটিতে ইন্টারনেট সংযোগ থাকছে। থাকবে ব্রাউজার, টেক্সট মেসেজ, কল করার সুবিধাসহ ক্যামেরাও।
ডিভাইসটিতে নন-রিমুভেবল ব্যাটারি, গ্লাসের ওপর ডিজাইন করা কিবোর্ড এবং বাংলাসহ ভারতের ১৩টি ভাষায় ফোন ব্যবহারের সুবিধা থাকবে। তিনটি রঙে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি







